একবার যদি বের  হয়ে আসো
কৃষ্ণগহ্বর থেকে
সূর্য আলোর উপত্যকায়।
দেখবে গাঙচিল আর শকুনের
ভালবাসা ব্যবচ্ছেদের টানাপোড়েনে
ওলটপালট অরণ্যের জরায়ূ থেকে
অবলীলায় বের হয়ে আসা মৃতজন্মের
পুনরাবৃত্তি।

একটুও অবাক হবার দরকার নেই
দুপা এগোলেই মেসোপটেমিয়া,আজটেক
আর এখানে হরপ্পা-মহেঞ্জদারোর জিবাশ্ম।

কি খুব বেশি....
আদিম গুহাচিত্রের পাশে শিকারী বর্শা হাতে আমি পাশা খেলায় ব্যস্ত।
দলবাধা এ্যাপাচি - রেড ইন্ডিয়ানদের কাছে শিখেছি রঙমেখে মুখোশ আকার বিদ্যে,
বিন্যস্ত পালকে মুকুট গড়ার শিল্প।

সুর্যের রোদ যদি খেলা করে তোমার ঠোঁটে
আমি দ্বিধাহীন পরিয়ে দেব সে শিল্পিত কারুকাজ।
আর নাভি উপত্যকায় জল সাতারের কলা
তুমি জড়োসড়ো কেন!
রপ্ত হতে একটুও কষ্ট হবেনা,
আমি জানি....


এই তোমার মাথা ছুঁয়ে দিব্যি কেটে বলছি....