এক-

শিশির ভেজা
হলুদ শষ্য বনে
উড়ে মৌমাছি।

দুই-

পাপড়ি ঝরে পড়ে
রিক্ত গোলাপ
মলিন রোদ হাটে।

তিন-

মেঘের দ্বেষ
সুর্যের ছায়া নামে
শ্রান্ত জীবন।

চার-

মন্তব্য শিরোনাম
পুরনো কলা
পেছনে ইতিহাস।

পাঁচ-

নাকের কান্না
এ্যামোনিয়ার গন্ধ
গভীর রাত।

ছয়-

গোয়েল্বসের কথা
মিথ্যাচারিতা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

সাত-

করলে দোষের না
বললে দোষ
কালে কাঠালসত্ব।