কবিতায় বিসর্গের অসুখ বেড়ে যায়
অন্তরা জুড়ে উপসর্গ...
দ্বিধাহীন মুদ্রায় পরিসংখ্যানের বৃত্তে
টলটলো সুখের ক্যানভাসে
পাপড়ি কাঁপা রঙের ব্যঞ্জনায়
তুলতুলে মনের রঙ ওড়া পাখায়


একশো ছয়ের কাটায় স্থির পারদ
বাস্প হওয়া সুখের হাসিতে
তুমি থেকে তুই হয়ে যাওয়া সম্পর্কের
ঘন রাতের ঘোর প্রলাপ
স্বপ্নিল রেখার আলুথালু স্পন্দন


আজ রাতে তুইতে মিশে যায় আমি
বারবার...
আর অনিবার্যতায় আমি তুই হয়ে যায়
পারদ নামা ছন্দ মাত্রায়...


ভিষন রাত খুঁজি ...আঁধারে ...
জোছনার মাঠে ...
সুখের অসুখ চাই রাত ভোর
চৌকাঠ বন্দি আঁধারে ...
তুইও আমি হয়ে যাস


ঠোঁট ছুঁয়ে স্নিগ্ধ হাসির উপমায়..
উপচে পড়ুক ঘুম ...
মোচড়ানো বাতাসে আগুন জ্বলুক


টইটই চিলেকোঠার রোদে
বুনো ঘাসের প্রান্তরে
গ্রহন লাগুক ফের....