এক -

খুব বাজছিলো আড়বাঁশিটা
বৈষ্ণব সুরে।
দোয়েল সুরের সাথে কদমের বনে।
হঠাৎ ফিঙে মেঘ ছেয়ে গেল নীলাকাশ
বুকের ছাউনি ভেঙেদিল বজ্রবাতাস।
অঝোর বৃষ্টিতে ভিজে গেল স-অ-ব
শুধু ভিজলো না এ শুকনো বুকটা
বুকের খাঁজে আড়বাঁশির সুর পুড়ে -
আজন্ম কাল।

দুই-


ভুলে যায় ছক বন্দী নামতার সংখ্যাগুনন সুত্র
সরল যোগের পাঠশিখি চৌকষে
মিলিয়ে নিই ... যোগীত ফলের তত্ব..
তিন দুয়ে নয় ছয়
তিন দুয়ে পাঁচ নামতার নতুন সুত্র।



দ্রষ্টব্য-- আমার মোবাইল ডিভাইস মন্তব্য প্রতি উত্তরে অপারগ।