রোদ পুড়ে রঙহারানো মনের সেই যে শেষ সুর্যোদয়,
আমার ছায়াপথ মাড়িয়ে চলে যাওয়া নিহারিকা,
অতল জলের সন্ধিতে প্রতিচ্ছবি আঁকো
দু-মেরুর কোণে-  শীতল অনুরাগের আঁকিবুকিতে।

লুব্ধকের আলোর বৃত্তে ঢুকে পড়ি অযাচিত আমি,
গ্যালাক্সি জুড়ে তখন উন্মাদ অনুরনন।
খুঁজে ফিরি পিথিয়া প্রেমজ নিউক্লিয়াস
আর শিল্পিত চারুপাঠ -
শিউলীর ভেজা চুলে শিশিরের প্রাণ।

তোমার গা ছুঁয়ে মদির গন্ধ আসে
আসে উত্তরী হাও্য়া খোলা জানালায়।
বসন্তের মাতোয়ারা রাত দ্বিপালীর গানে,
আনমনা হই.....

নতজানু হয়ে খামছে ধরি হৃদপিণ্ড
ছেড়ে যাক সব ফুসফুস হাওয়া।
বাতাসের ফিসফিসে জেনে যাক অরিত্রি
এখনো স্বপ্নবুকে জল-বসন্তের পিঙ্গল অবজ্ঞা
আর কষ্টের জল জমে এঁকে যায় মৃত্যুর আল্পনা।

হেমন্ত আসে ঋতুর চিহ্ন বুকে....
আসেনি বাসন্তি হাওয়া...বসন্ত বাঁশিতে...আসেনারে পিথিয়া।