আরতির পাঠ চুকে
   অপেক্ষা...
সন্ধ্যা জুড়ে,
আঁচলের ভাজে স্বপ্নের।

শহর ফেরার পথে রাত নামে
পিঁপড়ে জীবন হাটে ভঙ্গুর মুদ্রায়
টিলার চুঁড়ো পেরিয়ে নেমে যায় সমতলে।

ছুঁয়ে যায় ঘাসবন,ঢেউ তোলে নদী জল
ছন্দে দোলা বাতাসের গানে
তটরেখা জুড়ে উপোসী সুর ভাসে
পোতাশ্রয়ে নোঙর গাড়ার পালা।

মাঝ নদী ডুবো জল
স্নান ভাঙো নায়ী খুব খেয়াল
জল তলে বুনো বান
উপচায় পাড় স্রোত উত্তাল।

ঈশ্বর....
এবার পাঠ শেখাও
রমনী হতে মানবী হয়ে উঠি।