বুনো হয় ভো-কাট্টা ঘুড়ি
ঘূর্ণিতে ঘুরছে ভনাৎ...
তবু বেজে যায় বাঁশিটা বাঁধা চূড়োয়।
এলোমেলো বাতাসে দিশেহারা,ঠিকানাহীন।
ঠিকানাহারা শেষ বিকেলে উদাস ডানায় উড়তে থাকা পাখিটা-
বনের টানে উড়েনা পাখা তার-
উপোসী প্রেমে ভেঙ্গেছে ঘর-প্রেমও।

ঘর নাই .... ঘর আছে তার
দুচোখে চায়.. যে দিকে
বাতাসে ওড়ে চুমুর শব্দ ...

উড়াল পাখি উড়ে যায়,ডানা ঝাপটায়
ঝরেনা পালক তার ...নিঝুম হয় রাত
তবু চোখ জুড়ে ঘুম আসেনা,
   .........  চোখ জুড়ে কষ্ট পলক।