ফিরে এলাম খালি হতে
থমকে যায়নি,
কিছুটা অবাক হওয়ার মত....


চুমুর বিশেষ যে মুদ্রা যত্নে লুকিয়েছিলাম তোমার ঠোঁটের গোপনে
আজ ফিরিয়ে আনার এ পর্বে
কোন চিহ্ন নেই ...ক্ষয়ে গেছে


সেখানে জ্বল জ্বল করছে নতুন চিত্র কলার টান
পঞ্চমি চাদের জলছাপ


ঘরের চৌকাঠ পেরোতেই  হুস করে আসে দীঘশ্বাস
আমি অভিজাত্যের মুখোশ পরে উদার হয়ে যায়.


ঠোঁটের বৃত্তে আঁকা মানচিত্র,
কতোটা অশুভ ?
কতোটাই আবছা হলো মেঘের ছায়ায়?


শরীরের ভাঁজে শব্দে ভাঙে ঠুঁনকো পাথর,বরফ
চন্দ্র- মাধবি - শুকিয়ে গেছে
কতোটা মলিন আজ মানচিত্র রেখা?


আজ বর্ষায় মিইয়ে গেছে পথের ধুলো
খুউব পিছলে ...দুরে গেছে পথ,
কক্ষচ্যুত. তাইনা?


”রমনি নাকি চড়ুঁই পাখি
চোখের একটু আড়াল হলে
অন্য ঘরে ফুড়ুৎ উড়ে
দেয় যে উকি”


দূর থেকে ভেসে আসা গানের সুরে নির্বাক চেয়ে থাকি
সংস্কার আগলে বুকে আমি উদার হয়ে যায়
তুমিই বলো অমাবস্যার আঁধার মেখে
রোজ সকালে কতোটা উদার বসি রোদ পোহাতে
মানুষ মানেই উদার তাই না?