যখন বুঝতে পারি আমার আকাশে
থই থই জলমেঘ...
আর ঋতু জুড়ে শ্রাবন,
তখন র্নিদ্বিধায় মেনে নিই
সন্ধ্যের জোনাকিরা নীল আলো জ্বেলে নাচ ভুলেছে

পুকুর পাড়ে সবুজ যৌবনে
লাল হতে থাকা কৃষ্ণচুঁড়ার ডালে তখনও সন্ধ্যে আসে
কদমের ডালে সকাল,
শুধু গাঢ় রাত গুলো উড়ে যায় দীর্ঘশ্বাসে
আমার ঘুম পালানো রাতের নিঃসঙ্গতায়

যেদিন তালের পাতা থেকে খসে গেল বাবুইদের বাসা
ঝলকে ঝলকে এসেছিল বৃষ্টি মাতাল হাওয়ায়
তারপর থেকে বদলে গেল মেঘেদের পথ
আমার কালের পৃষ্টায় লেখা হলো ক্রান্তিকালের আদ্যপান্ত
সুমেরুর কোণে কুমেরুর অযাচিত কোণ
কোণের বাহুদ্বয়ে বৃত্তের চাপ একেঁ
যাত্রাপথের সীমা...
সেই থেকেই বৃত্তবন্দী আমার সকল গ্রন্থির অভিলাষ...

তার আকাশে রাত তারাদের জলসা হয়
নৃত্যকলার ঝংকারে
সুবর্ন রেখা জুড়ে আকাঁ হয় নানা হাসির  মুদ্রা
তার ছায়ারা বাতাসে ভেসে থাকে
আমার দীর্ঘশ্বাসের দুরত্বে...
আমার কোণজুড়ে হাহাকার আর নোনা বৃষ্টির ঘূর্ণিবলয়....