কত আশা
কত ভাষা
জমেছিলো হৃদয়ের জলাধারে
কতটা পথ হেঁটে এসেছি এই পারে;
ক্লান্ত এ দেহ
দেখে না কেহ
পথ হেঁটে হেঁটে পথেই হারায়
কখনো নষ্ট জীবন থমকে দাঁড়ায়।


বড় স্বপ্নাতুর চোখ নিয়ে বলতে এসেছিলাম
ভালোবাসি ভালোবাসি
তোমার নবীনতা'কে,
বড় মুখ নিয়ে, সত্যিই বলতে এসেছিলাম
আমরা মানুষ ভালোবাসার চাষী
বড্ড বেশি ভালোবাসি তোমাকে
বলতে এসেছিলাম ওগো আধুনিকা
হেঁটে হেঁটে সুপ্রাচীন হতে। একি সবই মরিচিকা?


তুমি এ কেমন ভালোবাসা দিলে?
সবটাই নিয়ে গেলো কাক শকুন আর চিলে
এ কেমন ভালোবাসা দিলে?
ফুটতে দেখি না কেন আর শাপলা শালুক
আমাদের শ্যাওলা ভরা বিলে?
তুমি এ কেমন ভালোবাসা দিলে?
মানুষকে আজ- বোঝে না মানুষ
মানবতা হারিয়ে মুক্তো খোঁজে সাগরঝিলে!


এতটা অনির্ণীত পথ হেঁটে হেঁটে এলাম
অনির্ণীত সময়ের হাত ধরে
তোমার দুয়ারে;
দু'চোখে লবণ জমলো
হৃদপিন্ডে রক্ত প্লাবন হলো
ওগো আধুনিকা তোমার অস্তিত্বের কঙ্কালসারে;
ভালোবাসি বলার আগেই দেখি ভেসে গেছো তুমি
অসভ্য সভ্যতার চির ধ্বংসের জোয়ারে।


ভালোবাসি বলতে পারিনি তোমায়
একবিংশ শতাব্দী তুমি ক্ষমা করো আমায়।


রচনাকাল: ১৪.০৯.২০১৮ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২৪ ডিসেম্বর ২০২১ ইং
সাপ্তাহিক বজ্রকথা, ২৬ ডিসেম্বর ২০২১ ইং