'ক্ষমতা চাই' চাই-ই আমার
কৃষক, জেলে, মুচি, কামার
আমায় ভোটে জেতা,
হাত সরে না কাউকে দিতে
ঝাপা'য় পড়ে শুধুই নিতে
এই আমাদের নেতা।

হাজার কোটি লুট করে খায়
রাতারাতি হুট করে যায়
ভীনদেশীদের ব্যাংকে,
চুরিতে নেই প্রবলেম
মুখে ফোটায় দেশপ্রেম
আছেন সেতো র্যাঙ্কে।

বন্যা এলো লক্ষ ঘরে
শত শত মানুষ মরে
খাবার কষ্টে শিশু,
কালো টাকার পাহাড় গড়ে
এখনো তার হাত না সরে
এমন টাকায় হিশু।

নেতায় শুধু টাকা নিবে
লালায় ওদের সিক্ত জিভে
থাকেই বারোমাস,
ইচ্ছে করে গাছে ট্যাঙায়
কাপড় তুলে পাছায় ঠ্যাঙায়
গলায় পরাই ফাঁস।

রচনাকাল: ২১।০৬।২০২২ ইং
দৈনিক সাত ঘরিয়া, ২২ জুন ২০২২ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২৪ জুন ২০২২ ইং
দৈনিক ফুলকি, ১৩ নভেম্বর ২০২৩ ইং