বৃষ্টির ড্রপ নয়, ওগুলো ক্ষেপনাস্ত্রের শব্দ—
বালিতে লুটিয়ে পড়া শরীরের মতো ভেজে গাছের পাতা।
বর্ষা এবার ফিরেছে যুদ্ধ থেকে,
হাতে বর্ষার জল, আর চোখে তার আগুন।
সে যেন বলছে —
আমি যুদ্ধ থামাই না,
শুধু যুদ্ধের পর শহর ধুই, রক্ত মুছি—
যেনো আবার কেউ ভুলে যেতে পারে কষ্ট।
তবুও অনেকেই কাঁদে
যেমন কাঁদে সেই মা— যে সন্তান ফেরত পায় না।
এই বর্ষা, শান্ত না, যুদ্ধের গন্ধে অস্থির—
এই বর্ষাও অস্ত্র হাতে একজন বীর।
২০.০৬.২০২৫