আমি পুরুষ জাতী, একবিংশ শতাব্দীর গ্লানি
কী যে বীভৎস লাগে এই বেঁচে থাকা!
ভাবতেই যেন লিঙ্গ ছুড়ে দেই সভ্যতার মুখে!
পুরুষত্বের মুখোশে আমি এক মনুষ্যত্বহীন কাপুরুষ
আমার বিষময় থাবায় শিশু,কিশোরি,বৃদ্ধ বনিতা;
আজ পঁচা শামুকের মত ক্ষত-বিক্ষত।


আমার লোলুপ দৃষ্টি নারীর পোশাক ছেদিয়া__
শরীরের বিন্দু বিন্দু গভীর নগ্নতায় মিশে যায়।
আমি বিকৃত এক প্রাণী, আমি ঘৃর্ণ ধর্ষক
আমি স্তন ছিড়ে পিপাসা মিটাই
জ্বেলে দেই দহন, আমি লোমহর্ষক!


আমি পারিনি ভাই হয়ে বোনের স্বপ্ন কুড়োতে!
আমি পারিনি একজন আদর্শ পিতার আসন ছুঁতে!
আমি পারিনি মমতাময়ী মায়ের সম্ভ্রম বাঁচাতে!
আমি পারিনি উষ্ণ চাদর হয়ে স্ত্রীর ইজ্জত লুকোতে!
আমি একবিংশ শতাব্দীর ব্যর্থ দু'পেয়ে জন্তু!
আমি একবিংশ সনের ক্ষুধার্ত, পিপাসার্ত রাবণ।


হে আমার স্নেহের স্বপ্ন বিলাশী ভগিণী
হে আমার রক্তে গড়া আদরের দুহিতা
হে আমার উদ্দীপ্ত পৃথিবী, ইন্দ্রালয়ী প্রসূতি
হে আমার প্রিয়তমা ভালোবাসার হৃদয় মেহরাব।


আমি কূপমণ্ডূক, তোমাদের চির দণ্ডে দণ্ডিত নত শির
আজ চরম লজ্জা, ঘৃণায় তোমাদের তরে সঁপিলাম
ক্ষমার অযোগ্য আমার অভিশপ্ত এই জীবন!
একটি বার শুধু একটি বার তোমার পক্ষে
হতে চাই কুকুর, শূকরের বিরুদ্ধে মহাসংগ্রামী।


রচনাকাল: ০৮।০৮।২০১৭ ইং