ওগো মমতাময়ী, আপনি বিশ্বাস করেন...
আমরা অনেকই আজ বুঝতে সম্পূর্ণ সক্ষম
এই একখন্ড ভূমিই তো আমাদের সম্পদ
এই একখন্ড ভূমিই তো জন্ম ও জননী
আমাদের বেঁচে থাকার একটাই সম্বল
আমাদের সুুখ-দুঃখের আশ্রয়দাতা
আমাদের আঁকড়ে ধরার মূল-শিকড়
আমাদের শরীরি রক্ত প্রবহমান ধমনি, শিরা
আমাদের মৃত্যুকালে নিবিড় শেষের ছাঁয়া
আমাদের পুতে রাখা নাড়ীর শেষ স্পন্দন।
আপনিও একজন মমতাময়ী, একজন মা
এই লাল-সবুজ দেশের বিশুদ্ধ মৃত্তিকা-
আপনি, আমি ও আমাদের সকলের মা
আমরা বুঝি মায়ের দরদ, স্নেহ, ভালোবাসা,
দুঃখ, কষ্ট, প্রসব বেদনা, তার সবকিছুই
আর একজন প্রকৃত মা'ই উপলব্ধিতে আনতে পারে
মা হিসেবে সন্তানের ভবিষ্যৎ দেখেছি আপনার মাঝে প্রবল;
সেটা আমরা ষোলকোটি মানুষের অনেকেই
আজ বুঝতে পারি, যেমন বুঝতে পারে অবুঝ শিশু
পরম আত্মত্যাগী মায়ের পরিশুদ্ধ আঁচলের গন্ধ।


রচনাকাল; ২৩।০৭।২০২০ ইং