তোমারই আছে তোমার নীল, সাত রং
      দেখো কিচ্ছু নেই তোমার ক্রন্দনে
      ভিটে-মাটি, ঘর, স্কুল, বৃক্ষরাজি;
      বিলিন তুমি নীল শূন্যের বর্ষণে।


কী এমন ব্যথা তোমার হৃদয়ে!
কী এমন দুঃখ তোমার ভিতরে?
ঝরনা ধারাতে কেঁদে চলেছো
নিষেধহীন হয়ে কয়েক দিন ধরে?


      হে অসীম আকাশ, ক্রন্দন থামিয়ে-
      একটু হেসে চাও তোমার সীমানায়,
      চাঁদ তারা সূর্য, আছে নগ্নতা
      অভাগাই শুধু জলে ডুবে লয়।


তুমি কেঁদোনা, ভাসিও না আর
তোমার অশ্রুতে বাড়িও না লাশ,
বৈরিতা ভেঙে ভুলে গিয়ে সব
শুরু হোক আবার সবুজ ভরা চাষ।


রচনাকাল: ২৫।০৭।২০১৭ ইং
সাপ্তাহিক বজ্রকথা, ১৫ মে ২০২২ ইং