সবার প্রিয় টক ঝাল মিষ্টি
ছড়াপত্রের রাজা,
পয়লা জুলাই জন্মদিনে
আনন্দ বীণ বাজা।
টক ঝাল মিষ্টির আজকে
শুভ-শুভ জন্মদিন,
দুষ্টু মিষ্টি হাজার ছড়ায়
থাকে যেন অমলিন।
শিশু-কিশোর, লেখক যারা
পাঠে-লেখায় ধন্য হয়,
পিংকু দাদা তাদের নিয়েই
সম্পাদনায় করলো জয়।
রচনাকাল: ১০।০৬।২০২২ ইং
ঝাল টক মিষ্টি ছড়াপত্র, ০৩ জুলাই ২০২২ ইং