প্রদীপ্ত দিন আলো ঝলমল
আমাদের এই শহর,
ব্যস্ত মানুষ প্রতিক্ষণ তার
বাড়ছে কাজের বহর।

সূর্যের আলোয় দীপ্ত দিনে
করি খাদ্যের সন্ধান,
রাত্রির নিরব আঁধার ঘরে
ক্লান্ত শরীর ম্লান।

দীপ্তিময় দিন, গাছে গাছে
ফুল পাখিদের মেলা,
আকাশ জুড়ে উড়ছে শত
শুভ্র মেঘের ভেলা।

নদীর জলে রোদের চাঁদর
ঝিক-মিকিয়ে হাসে,
দীপ্ত সকাল শিশির কণায়
হাসছে দূর্বা ঘাসে।

দীপ্ত দিনে প্রাণবন্ত রূপ
প্রকৃতির সাজ-সজ্জা,
আলোক রশ্মির ঝলকানিতে
জ্যান্ত অস্তি-মজ্জা।

রচনাকাল: ৩০।০৯।২০২০ ইং
দৈনিক ফুলকি, ০৫ অক্টোবর ২০২০ ইং