আমরা ছিলাম আমাদের মূলে, স্থায়ী ঠিকানায়
খুব'তো সুখেই ছিলাম শান্তির অরণ্য ছায়ায়,
ওখানে ঘুষ দূর্নীতি খুন গুম কিছুই ছিলো না
ছিলো না ভালোবাসার বেদনাদায়ক প্রতারনা।
ছিলো না জুয়া, দিনের আলোতে ধর্ষন নারীবাজি
ছিলো না সবল পুঁজিপতির রক্তচোষা কারসাজি,
ছিলো না অযথা মানুষে মানুষে রক্তারক্তি
দূর্গতি নামক কোন মাদকাসক্তি।
সেখানে ছিলো না মা শিশুর বোবা কান্নাকাটি
ঘরে ঘরে বৈষম্য আর হিংস্রতার লাঠালাঠি।


আমি এখন বন্যপশুদের সাথে নির্বাসনে আছি
জায়গাটা বড় নিষ্ঠুর এখানে ওসব সব হয়,
আমাকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে
তবে জনম-জনম কাটাবার জন্য নয়।
আমাকে দেওয়া হয়েছে সুন্দর পবিত্র এক মানচিত্র
বুঝানো হয়েছে সমস্ত স্পষ্ট ও অস্পষ্ট স্বরূপচিত্র,
বীরদর্পে ফিরে যেতে চাই আবার সেথায়
শয়তানের রুদ্ধতা ভেঙে স্বর্ণমুকুট পরে মাথায়।
আমাকে যেতেই হবে আমার রসালো সজিব শিকড়ে
চিরস্থায়ী সুখ-শান্তির অভয়ারণ্যের মুগ্ধতার নীড়ে।


রচনাকাল: ০৯।০৬।২০১৭ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ১৮ জুন ২০২১ ইং