দুনিয়ার মজলুম
এসো এক সাথে,
প্রতিবাদ হাতিয়ার
করি প্রতি প্রাতে।

অস্ত্র নয়, প্রতিবাদ
ভাষা হোক অস্ত্র,
চিকিৎসা, খাদ্য, কর্ম
দিতে হবে বস্ত্র।

অন্যায় ও অবিচার
হতে হবে বন্ধ,
মুখে যেন ভাত জোটে
যার পেট অন্ধ।

প্রতিবাদী হাতিয়ারে
শোষকের বুক,
খুন, গুম, লুটে যেন
কাঁপে ধুকপুক।

এসো গড়ি প্রতিবাদী
ঐক্যের দেয়াল,
ছিঁড়ে ফেলি পরাধীন
শোষকের জাল।

রচনাকাল: ২১।১০।২০২০ ইং
দৈনিক কাজির বাজার, ২১ নভেম্বর ২০২০ ইং
সাহিত্য পাতা, ০৭ আগস্ট ২০২২ ইং