আইন বিচার চলছে দারুন
শুধু একটু উল্টা,
আইনকারীর কী যায় আসে
হলো নাহয় ভুলটা।

দেশে আইলো মহামারী
নাম নাকি করোনা,
লকডাউনে অচল জীবন
খিদেয় উদর ভরে না।

অর্থকড়ি চাউল ডাউল
আসলো যেটুক ত্রাণ,
রাক্ষস নেতা গিলে খেলো
মরলো মরার প্রাণ।

বিদ্যুতের বিল বকেয়া থাক
করোনা'র কারণে,
কিস্তি গেলো স্বস্তি এলো
গরীব দুখীর মনে।

সে সুখ বুঝি সইলো না আর
আম্ফান এলো তেড়ে,
ঘর বাড়ি সব ধ্বংস হলো
গাছ-পালা সব ফেঁড়ে।

লকডাউনও শিথিল হলো
ঈদও চলে এলো,
কাজ-কর্মহীন মানুষগুলো
কর্ম নাহি পেলো।

তাহার সাথে ঘোষণা দেয়
একসাথে তিন মাসের,
বকেয়া যার বিদ্যুতের বিল
মেসেজ পরিশোধের।

কিস্তিওয়ালা এসে হাজির
দাওগো কিস্তির টাকা,
ব্যবসা নাকি উঠবে লাটে
ব্যাংকও নাকি ফাঁকা।

কদিন বাদে বলতে শুনি
প্রিয় এলাকাবাসী,
দোকানপাট ও বাস্তু ভিটের
খাজনা দেবেন আসি।

দশ দিন পরে থাকলে বাকী
নিলাম হবে বাড়ি,
এবার বুঝি যেতেই হবে
ভিটে মাটি ছাড়ি।

একে একে মাথার উপর
পড়লো বাঁশের বাড়ি,
জীবন বুঝি যাবেই এবার
দিতেই হবে আড়ি।

আইন নামের ফাইন ধরে
কাড়ছো কেন মান?
মরার উপর খাড়ার ঘা'তে
নিচ্ছো কেন প্রাণ?

রচনাকাল: ২৬।০৬।২০২০ ইং
সাহিত্য পাতা, ০৯ আগস্ট ২০২২ ইং