উজান থেকে ভাটির দেশে বন্যা এলো দ্বারে
এমনি করে ভাসিয়ে নেয় বন্যা প্রতিবারে,
বানের জলে লোকালয়ে ঢোকে সর্বনাশে
লক্ষ লক্ষ মানুষ তাতে নিঃস্ব হয়ে ভাসে।


নদী ভেঙে গ্রাম ভেঙে যায়, ভাঙে বিদ্যালয়
রাস্তা ঘাট ব্রিজ কালবার্ট হয়'রে ভিষন লয়,
ঘর-বাড়ি সব ধ্বংস করে ফসল ভাসে জলে
কৃষক মজুর কেঁদে মরে খাবার মেশে ঢলে।


গৃহপালিত পশু-পাখি স্রোতে নিয়ে ছোটে
পিওর পানি খাবার অভাব কপালেতে জোটে,
অসুখ-বিসুখ বাড়ে সদা ওষুধ পাওয়া কষ্ট
শিশুখাদ্যের অভাব এসে পুষ্টি করে নষ্ট।


বন্যা জলে জীবন চলে করুণ অসহায়ে
কখন কেবা খাদ্য নিয়ে আসছে নাকি নায়ে,
অর্থনীতি ধ্বংস করে প্রতিবছর বন্যা
উজান থেকে দুঃখ আনে হিমালয়ের কন্যা।


রচনাকাল: ২৭।০৮।২০২১ ইং
দৈনিক স্বদেশ বিচিত্রা, ৩১ আগস্ট ২০২১ ইং
দৈনিক আমার সংবাদ, ০১ সেপ্টেম্বর ২০২১ ইং
মাসিক রংধনু, ০২ সেপ্টেম্বর ২০২১ ইং