জাগো হে মুসলমান
‎বাঁচাও তোমার ঈমান।
‎বাঁচাও তোমার ঈমান
‎জাগো হে মুসলমান।

‎শত্রুকে আজ ঘায়েল করো
‎শহীদী আত্মা শান্ত করো
‎করো হে রক্তদান,
‎বাঁচাও তোমার দেশ
‎করো শত্রুকে নিঃশেষ
‎পশ্চিমা সব বাঁধা করে দাও ম্লান।

‎ইজরায়েলি দোসর যতো
‎করো ওদের হৃদয় ক্ষত
‎আগাও পাকিস্তান,
‎এক হয়ে আজ সকল দেশ
‎করো ওদের দুনিয়া শেষ
‎বাড়াও আজি শক্ত অবস্থান।

‎ইরাক ইরান সৌদি কাতার
‎বাংলা ইয়েমেন তুরস্ক আর
‎এক হও আফগান,
‎মিসাইল যতো আসুক তেড়ে
‎বলবে না কথা কাউকে ছেড়ে
‎জাগো হে মুসলমান।

‎জাগো হে, জাগো হে,
‎জাগো হে মুসলমান।

‎১৭.০৬.২০২৫