অনির্দিষ্ট সময়ের পরিধিতে বাঁধা
সন্দেহ নেই জীবন ক্ষণকাল ধাঁধাঁ
তোমরা হয়তো বলো নির্দিষ্ট সময়-
অতিবাহিত হলেই হৃদি মরুময়।


যে নির্দিষ্টতার সীমা জানা নেই কারো
তাকে নির্দিষ্ট কিভাবে বলতে গো পারো?
কত রঙ, কত তুলি, কত ক্যানভাস
কত হাসি, কত কান্না, কত'যে উদ্ভাস!
কত দিন, কত রাত, কত অন্ধকার
কত স্বপ্ন, কত আশা, কত রুদ্ধদ্বার!
সব মিশে একাকার এই নদীতটে
কাটছে অষ্টপ্রহর অসীম সংকটে।
অবশেষে সব নদী হারাবে সাগরে
পড়ে রবে জৈবদেহ ভাটার নোঙ্গরে।


শূন্যহাতে ঘরে ফেরা শুধু ধুকে ধুকে
চাপা কষ্ট আর্তনাদ ভরা শত বুকে!
তোমরা শুভেচ্ছা পাবে, কেউ কেউ ফুল
হয়তো আমার হবে বিরহ আকুল।


রচনাকাল: ০২।০৩।২০১৮ ইং
মেহেরপুর প্রতিদিন, ০৩ অক্টোবর ২০২০ ইং