আকাশটা অসম্ভব রকম বিশাল
তবু্ও তা তলায়ে যায় পৃথিবীর সমুদ্রে।
ভাবখানা আমার একশো লেবুর শক্তি
আমি পুরুষ দাপটের সাথে দাপায়ে দাপায়ে
হাঁইটে চলি এপেক্সের ছ্যান্ডেলে-- হাওয়ায়,
এট্টু পরেই রিনা টিনা আর বাসন্তী বৌদিগের
জাম্বুরা ফল ও নিতম্ব ঝড়ে নতজানু হই
সীমেখালি ব্রিজের মত ভাইঙে পড়ে
লবণাক্ত বিবেক-- তাগের খালের জলে।
আমি এতদিন কইনি কিচ্ছু,
আজকেই ফেসবুকে পোস্ট দিছি
পোস্টটা পইড়ে বিলায়েত কাকা কইলো
ছিঃ ছিঃ তুই এইরাম নোংরা?
আমি ওপাড়ার অঞ্জলিরে অদূরে দেখায়ে
চাচার বয়সের নিচে শাপল মাইরে কিছু কইলাম,
ওমনি তিনদিনকের শিশুর দুধবমির মত
উগরে দিলো যৌবনে মৌবনের সব নাশকতা
টগবগে যুবকের মন পাড়ার
বেহায়া নির্লজ্জ ও বিভৎস আত্মজীবনী।
আমি তখনে-- আকাশের মত তলায়ে আছি
নারী সমুদ্রে, অপলক দৃষ্টিতে ঝাঁপায়ে পড়ি
অঞ্জলির বক্ষ জুড়ে তাজিন ডং হাতাবার নিশায়।
২৪.০৬.২০২২
দৈনিক দর্পণ সংবাদ, ২৪ সেপ্টেম্বর ২০২২ ইং