শহরের অন্ধকার জানালায়
কেউ রেখে যায় নিঃশব্দ বাতাস,
হাত বাড়ালে ধরা দেয় না
কিন্তু হৃদয় কাঁপিয়ে যায়।
নক্ষত্রেরা জ্বলতে জানে
তবু নিভে যায় অভিমানে,
মানুষেরা বাঁচতে জানে
তবু মরে যায় একা ঘরে।
রচনাকাল: ০৩।০২।২০২৫ ইং
দৈনিক ফুলকি, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং