একটি অপ্রস্ফুটিত গোলাপ
একটি অপরিণত সকাল,
একটি শিশুর মতই অস্ফুট হয়ে দাঁড়িয়ে আছি।
দাঁড়িয়ে আছে অনেকেই।
পৃথিবীময় পুড়ে যাচ্ছে চৌদ্দ'শ কোটি চোখ
জ্বলে যাচ্ছে সাত'শ কোটি মাটির খাঁচা,
ক্ষত-বিক্ষত অগণিত নিখোঁজ মাংসপিণ্ডগুলো।


তবুও অস্ফুট ঘুমন্ত আমিত্বকে একটু ঘষেমেজে বিকশিত করার চরম আকাঙ্খায় ব্যস্ত।
একটু মানুষ হতে চেষ্টা
খুব বেশি নয়,
একটু তেষ্টা পাই ভালো মানুষ হতে।
সাড়ে তিনহাত ধড়ের প্রতিটি শিরা-উপশিরায়
সত্যিকারের নিজেকে খুঁজে পেতে।


সেই দূর অন্ধকার! যেথায় ছিলাম সুপ্ত
এখানে এতো সুন্দর আলো
অতি শুভ্র জোছনায় সিক্ত।
এতো সজিবতা, এতো নির্মল বাতাস চতুর্দিক
বেষ্টন করে রেখেছে সমস্ত অবয়ব।
তবুও এখানে প্রস্ফুটিত হতে পারিনি, ব্যর্থ মানুষ
অস্ফুট বয়ে যায় জিবন ঘড়ির সময় কাঁটা।


রচনাকাল: ২১।০৬।২০১৮ ইং
দৈনিক ফুলকি, ১৯ অক্টোবর ২০২০ ইং