সত্যি বলছি তোমার গন্ধ,
তোমার মাদকতা আমি সব সময়ই পাই।
যেটা আমাকে প্রতিনিয়ত পোড়াই।


এখন চোখের জলফোটা চোখ দুটোকে খুব জ্বলাচ্ছে বিশ্বাস করো...
চোখে পানি এলে সেই পানিতে চোখ জ্বলে,
খুব বেশি কষ্ট হয়।


যেন কতকাল না ঘুমিয়ে চক্ষুদ্বয়
পরিত্যাক্ত বেসিনের মত নোংড়া করে ফেলেছি।


জীবনে সকলের অলক্ষে বহু কেঁদেছি
বালিশ ভিজিয়ে ফেলেছি বহুবার;
কোথাও নির্জনে একা একা বসলে দু'পায়ের মাঝে মাথা নত করে অশ্রুফোটা দিয়ে ধুলো ভিজিয়ে ফেলেছি।
শুধু তোমাকেই ভেজাতে পারিনি।


তাই পুনর্বার চেষ্টা করছি পাথরের কঠিন অন্তর ফেটে
যদি কখনও গলিত মোম দেখতে পাই।
জানি, তুমিই পারো আমাকে প্রাণবন্ত করতে,
জীবন্ত মানুষ বানাতে, জীবন্ত লাশ থেকে।


আমি সব প্রতিকূলতায় বুঝি
তবুও জীবনের বাকি দিনগুলোতে তোমার উপস্থিতিই বারবার খুঁজি।


রচনাকাল: ২২।১১।২০১৮ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ১১ জুন ২০২১ ইং