তুমি সুঁতোয় বেঁধেছো শাপলার ফুল
নাকি তোমার মন;
তোমার হয়তো মনে পড়ে না
হয়তো বা পড়ে।
কত যে তোমাকে শুনিয়েছি গানটা
বেহিসেবি নির্জনরাত ভরে...
আজ সে সম্পর্কটা অনেক দূরে...
হয়তো রয়েছো তুমি খুলনা শহরের প্রাণ
রূপসী রূপসার মায়াবী তীরে।
আজও আমার ভেতর আঙ্গিনায়
মৃত ভৈরব-কপোতাক্ষে খনন কাজ চালাই
যদি কখনো সম্ভব হয়!
তোমার আঙ্গিনা ছুঁয়ে যাবার।
তবে এখনো ভালো লাগে ভাবতে
জাকারবার্গের বিস্ময়কর বদৌলতে-
আমাকে দেখছো আমার লেখা'য় মাঝে মাঝে
লাইক বাটনে উপস্থিতি জানান দাও,
যদিও তা অতিনগণ্য তবুও এতেই খুশি।


রচনাকাল: ১০।০৭।২০২০ ইং
প্রকাশ: দৈনিক ঘাঘট, ৩০ নভেম্বর ২০২০ ইং