সেইতো তুমি এলে!
মৃত্যুর স্বাদ লুফে নেওয়া বেলা শেষের পূর্বে
এ জীবন চিরশান্ত হওয়ার দিনে!!


সেইতো তুমি এলে!
কতটা বিলম্বে জানো?
সকাল আটটার ট্রেন নয়টায়,
দশটার ক্লাস, দশটা পঁচিশে নয়।
তোমার মাদকতায় নষ্ট ফুসফুসের বাতাস বন্ধের সময়,
অনন্ত যুগ ধরে বিকল হওয়ার মুহূর্তে!


সেইতো তুমি এলে!
তোমার শরীরি গন্ধময় ধুমপানে জর্জরিত ফুসফুস
ক্যান্সারে দূর্গন্ধ ছড়ালে!!


দেখছো তো এখন আর কিভাবে সম্ভব?
এখন পড়ন্ত অপরাহ্ন!
কেরোসিন বাতি নিভু নিভু
সোলতে জ্বলে ধোঁয়াচ্ছে মাত্র।
সেকেন্ডে তোমার নয়নাপলক নির্গত হওয়ার অন্তরালেই
ন্যানো সেকেন্ডে হয়তো বায়ুশূন্য হবো!


সেইতো তুমি এলে!
গোলাপের লাল পাঁপড়িগুলো মৃত্যু গাউনে
চিরতরে মেঘবর্ণে রাঙানো মুহূর্তে!!


রচনাকাল: ২২।০৯।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ০৬ জানুয়ারি ২০২১ ইং