ইন্টারনেট ছুঁয়ে গেছে গ্রাম-গঞ্জ পেরিয়ে
‎ড্রোন উড়ে ছবি তোলে সবকিছু ঘুরিয়ে।
‎মোবাইলের স্কিনে জীবন এখন বাঁধা
‎অ্যাপ খুললেই ফিরে পাই জগতের আধা।

‎ক্লাউডে জমে থাকে তথ্যের রাশ
‎গুগোল জানে যতো লুকোনো ইতিহাস।
‎হ্যাশট্যাগে উঠছে ঝড় প্রতিবাদের ঢেউ
‎লাইভ ভিডিও তে ভাসে মন খারাপের কেউ।

‎সার্ভার চুপ মানে জগতটা অচল
‎কোডে বাঁধা ভবিষ্যৎ—নতুন যুগের ফল।

‎১৭.০৫.২০২৫