প্রিয় দ্যাশটাতে আজ খুব বেশি আলো
উন্নয়নের বহুমুখী সব দোতলা তিনতলা
মহাসড়কগুলো শহরের তে'মাথায়
প্যাঁচাইয়া প্যাঁচাইয়া মিশে গেছে দূরের ফাঁকা রাস্তায়।
দু'পাশে সাদা হলদে বাতির মিনার, আরো কত রং
রাত্তিরে যে কী সুন্দর দেখতি লাগে
তা কওয়া যাবে না সূর্যের পুরনো আলোয়।
গেরামের মাতব্বর আরশ আলীর ছেলে আয়াত
কয়দিন আগে গেছিলো ঢাকায়
তার তো মাথা পুরোই নষ্ট। ওইসব ইলাহিকান্ড দেখে
মাথার উপর দিয়ে যাচ্ছে রেল
চাড্ডেখানি কথা কও? শুনছিলো-
চা'র দোকানদার রতন মিয়া, সাথে আরো কয়জন
রতন মিয়া কইলো টিপিতি দেখি... ভালোই লাগে
তবে, এখন যে দিনকাল, জিনিস-পত্তের যে দাম
সবার প্যাটে লাইগেছে ধীরেন কামারের লুহাপুড়া আগুন
ছা-পোষা মানুষির এই ভাবে কদ্দিন চলবে কও?
প্রিয় এই দ্যাশটার উন্নয়নে আমরা সবাই খুশি হইছি
তারপরেও মানুষির শুধু মন জুড়োলি তো হবে না
প্যাটে কয় খাও, সবাই চায় আগে প্যাট জুড়োতি।
২০.০৮.২০২২
দৈনিক চাঁপাই দর্পণ, ২৬ আগস্ট ২০২২ ইং