আমি মানুষ, মনের অজান্তে চর্চা করে চলেছি
দুদণ্ড আঁখির আড়ালেই আপনকে ভুলেছি,
আমি মানুষ, সবকিছু মনে রাখবো এমন নয়তো
পথিকের পথে কোথাও দেখেছিলাম হয়তো।


ভাই বোন রক্তের দাবিদার আত্নীয় স্বজন
সহপাঠি বন্ধু বান্ধবী প্রতিবেশী ডজন ডজন,
কত শত অচেনা লোকের অচেনা মুখের ভীড়ে
বুঝবো কেমনে, কে আছে আমার জন্যে দুহাত বাড়িয়ে।


আমি মানুষ, বদলেছি বদলাবো প্রতি ক্ষণে ক্ষণে
ছুটতেছি ছুটবো রুটিরুজি কর্ম নিয়তির আহবানে,
আমি মানুষ, সব কথা স্মৃতি ব্যাথা মনে নাহি রাখি
মাতা পিতা প্রিয়তমা ফেলে রেখে হই, দূর পরবাসী।


চোখের আড়ালে মনের ছায়া এইতো মানবের ধর্ম
যদিও কষ্টে বক্ষ ভাসে কারো, বুঝিনা তো তাঁর মর্ম,
সময় আসে সময় যায় কি বলবো আর কবিতায়
বেলা শেষে সর্বনেশে সবাইতো ভুলে যায়।


রচনাকাল: ১৩।০৩।২০১৭ ইং
দৈনিক সাত সকাল, ১৭ জানুয়ারি ২০২১ ইং