গ্রীষ্মের এই দুপুরে মনে পড়ে গেলো
শৈশবের রঙচটা সেই স্মৃতিগুলো।
সহসা ফিরে পেলো
স্মৃতিতে স্মৃতির চলাচল
ধুলো জমা স্মৃতির আস্তরণ
করে শুধু কোলাহল।


ভর দুপুরে খালি শরীরে
মাঠের ভিতর বড় আম গাছে
দোল খেয়ে পাতা ছুঁয়েছি দু'পায়ে
দোলনা বেঁধে পাটের আঁশে।
খেজুর পাতার ডালে
লাঙ্গলের ফলা তৈরী করে
ভূমি চষে বুনেছি ধূলোর বীজ
খোলা উঠোনের পরে।


জৈষ্ঠ্য মাসে কাঁচা তালের শাঁশ খেয়ে
তারই খোলা দিয়ে-
গাড়ি বানিয়ে চালিয়েছি
ভু-ভুম ঠোঁট দুটো বাঁজিয়ে।
অন্যের বাগানের কাঁচা কাঁচা আম পেঁপেঁ-
কত যে খেয়েছি বন্ধুরা নূন-ঝাল মেখে।
ছয় সাতজন মিলে
খেলেছি কত গুললাঠি,
বকুনি খেয়েছি শত
সন্ধ্যেবেলায় ফিরে বাটী।


রচনাকাল: ১৫।০৫।২০১৭ ইং
দৈনিক চ্যানেল দূর্জয়, ০৮ মে ২০২১ ইং
দৈনিক ঘাঘট, ১৯ মে ২০২১ ইং