ভালোবাসা কোনো বাহ্যিক জিনিস নয়
এটি সম্পূন্ন অন্তরআত্নার অভ্যন্তরীণ বিষয়।
চাইলেই রাস্তা থেকে কেউ দশটাকার সস্তা-
গোলাপ কিনে হাতে দিলেই ভালোবাসা পাওয়া যায় না।
ভালোবাসা বড় বাজারের কোনো মুলা গাজরও নয়
যে চাইলেই পেয়ে যাবেন ভরা বস্তায়।


ভালোবাসার নির্দিষ্ট কোনো দিবস নেই
ভালোবাসার জন্যে কোনো প্রহরের প্রয়োজন নেই,
ভালোবাসার কোনো পরিমান নেই-- অন্ত নেই
ভালোবাসার নির্দিষ্ট রূপ নেই-- রঙ নেই।
ভালোবাসতে ফুলের তোড়া লাগেনা
ভালোবাসতে দিন ক্ষণের হিসেব লাগেনা।


দিবস আর ফুল দিয়েই যদি ভালোবাসা পাওয়া যেত-
দুনিয়ার সব ভালোবাসা বাগানের মালিই পেত।
ভালোবাসতে প্রয়োজন হয় একটি সুন্দর আত্নার
প্রয়োজন হয় একটি পরিষ্কার পবিত্র মনের।
ভালোবাসতে এটাই হোক আমাদের দৃঢ় প্রত্যয়-
দিবস নয়, ফুল নয়, চাই একটি পবিত্র হৃদয়ের সঞ্চয়।


রচনাকাল: ১২।০২।২০১৭ ইং
দৈনিক জালালাবাদ, ০৭ ফেব্রুয়ারি ২০২১ ইং