হলো মা বাবার মধ্যে ঝগড়া, আর আমি হলাম আলাদা ।
তারা গেল তাদের পরিবারের কাছে ফিরে, আমায় ফেলে দিয়ে আশ্রম এ অনাথ করে ।।

তাদের পরিবার দাঁড়াল তাদের হয়ে, আর আমায় করল আসামি তাদের কাঠগড়াতে ।
বাবা বলল আমার জন্মগত রক্ত খারাপ, তো মা বলল বালিশ চাপা দিয়ে ফেললাম না কেন তোকে মেরে ।।

জীবন টা হত তাদের মধুর , যদি না থাকতাম আমি হয়ে তাদের লেজুড় ।
তাইতো বাবা তাজ্জপুত্র করে দায়িত্ব দিল ঝেড়ে , আর মা মাধ্যমিক পাস্ করিয়ে বললো, খুটে খাস এবার চিরতরে ।।

নিজের বাড়িতে নেই ঠাঁই, কারণ বিয়ে করেছিলাম জাতের বায়রে, সেই জাত ই নিজের চরিত্রের পরিচয় দিয়ে গেল পরকিয়া করে ।
মা-বাবার দায়িত্ব শেষ অন্য আর যঠেনা , অন্য জোগাতে গিয়ে বস এর কাছে শুনতে হয় আমি এক অকম্যা ।।

নিজের ছোটবেলা ছেলেকে দেবোনা কখনও, প্রতিজ্ঞা করেছিলাম নিজের কাছে, কোথায় বা রাখতে পারলাম ছেলেকে, তাইতো উপহার দিয়ে আসলাম প্রতিবেশীর কাছে ।।

আমার ছেলে থাকে যেন ধুঁধ এ ভাতে , নিজের ই কপালে ভাত জোটেনা, কি করেই বা রাখবো তাঁকে নিজের সাথে ।।