০৫। চন্দ্রাহত আলোক নবান্ন রাত


আলোক নবান্নে আঁকা আঁধারের নদীপথ
সর্পিলাকার রুপাতরল স্রোতে লেখে সামুদ্রিক কোলাহল
নিয়ত নিয়তি মেখে, ভিসাহীন মানচিত্র বাহির।
রাত্রির করিডোরে প্রহরের হামাগুরি
বয়ে হাওয়ার যৌবন, মেলে ছায়া পেখম
ঝুলে রয় চাঁদের কার্নিশে।
চন্দ্রিমার উদ্ভিন্ন আবেগ অপলক বালুতটে
পরে রয় আমাতে নিদ্রাহীন নবান্নের আলাপচারিতায় ।


হায়! প্রিয় রাত, চন্দ্রাহত হয়ে
ক্রমে ক্রমেই শুধু ঝাপসা হয়ে যাচ্ছি।