আঁধারের স্রোতজ ঢেউয়ে ভাসা দ্বিধাপটে
জ্বলে-নিভে জোনাকের বিন্দু আগুন
চিত্রকল্প করে তোলে বিমূর্ত নিদারুণ।


জানি, কাকরাত্রি চুপ মেরে রয়
রহস্য আবহে কালো আদর মেখে
নির্লিপ্ত আমিত্বের গহনে নিদারুণ।


এই পরবাসে, ছোঁয়াচে আবেগের জঠরে
ভাসা ভাসা বায়ুসঙ্গে উড়ে
পেয়ে যাই কল্পনার পেলব পেখম,


ঠিক,আমারই মতো।