এবং আমি দেখতে পাচ্ছি অশরীরী ঝড়গুলো এগিয়ে
আসছে আমার দিকে
খুলে ফেলছে নিজেদের শরীর,
আমার শোবার জায়গা নেই
নেই গন্তব্য
তবু আমি আমার শরীর খুলতে পারছি না,


ভাগাড়ে ঝগড়া করছে দুটো কুকুর
আবার মহোল্লাসে কামড়াচ্ছে ভাগাড়
ওদের কি আত্মা আছে,
ওই আত্মাটা পরে নিলে
খাবারটা পেতাম নাকি,


জোছনা ধোয়া রাত
ছুটে চলে সোনালী পোষাকে
আলোহীন ল্যাম্পপোস্টগুলো দাঁত কেলিয়ে হাসে
এদের কি আত্মা আছে?


আমি বিশ্বাস রেখেছি ভাগাড়ে
চুপি চুপি একদিন দখলে নেব এখানকার সব খাবার
অথবা খুঁড়ে নেব শালিখের ধানের গোলা,


কি জরুরী ?
খাবার না পুনরুত্থান
কিম্বা মেট্রোরেল
অথবা
এলিভেটেড ওয়ে?


পুঁজিবাদের সুড়ঙ্গে
আজো আমি খাবারের গন্ধ খুঁজি,
সেই কবে ফুরিয়ে গেছে
আয়ুর হৃদয়,
তবু ধ্বংস আসে না খিদেয়


খিদেরা কি অমর?
এদের কি আত্মা আছে?