রাস্তায় দাঁড়িয়েই দোতলায় হারিকেনের দোকানটা
স্পষ্ট দেখা যায়,
নাইলনের দড়িতে ঝোলানো অসংখ্য হারিকেন,
দিনের আলোতে চকচক করছে,
নতুন হারিকেনের মত,
হারিকেনের দালাল বলল ওরা পুরনো হারিকেন
কেনা বেচা করে,
সলতে নেই,বেচা-বিক্রি আছে নাকি আপনার?
স্যার কোনানের
শার্লক হোমস আমি নই,
তবুও আমি একটা সত্য উদঘাটন করেই ফেললাম
আমারো তো সলতে নেই,
কোন কৌশিক টানও নেই,
জ্বলে উঠি না
প্রায় বারো বছর,
এ তল্লাটে কারুরই নেই
ওরাও জ্বলে না প্রায় একযুগ,
সবাই ঝুলছি কলা মাখা পিচ্ছিল নাইলনের দড়িতে
সলতে বিহীন।