এটা কি তোমার পৌনঃপুনিক ভালোবাসা?
মেয়াদটা ঠিক আমার জানা নেই
ভেবেছি এটা সুখের মতই সসীম,
অথবা দুঃখের মত বৃত্তাকার,


ব্যাপক বিরক্ত রাতে যে গোলাপটা দিয়েছিলে
সেটারও মেয়াদ ছিল,
মৃতদেহটা পড়ে আছে বইয়ের ভাঁজে,
যে নদীটা উপচে গিয়েছিল বর্ষায়
সেটাও শুকিয়ে কাঠ হয়েছে গেল চৈত্র সংক্রান্তিতে
বুকে যে সেতুহীন সমুদ্রটা ছিল সেটাও শুকিয়েছে সৈকতে
মায়ের ভালবাসার মেয়াদ ফুরোনোর আগেই
শকুনীশাবক উড়ে গেছে অন্তরীক্ষে,
পোড়ো বাড়ীটার মেয়াদ শেষে ঝরে গেছে
সূর্য বংশীয় ইট,


ভালোবাসাটার মেয়াদ ফুরোনোর আগেই
পৌনঃপুনিক গুছিয়ে নেব জমা খরচ,
আমি বেশ দেখতে পাচ্ছি
আমার ভালোবাসার রাজপ্রাসাদের গবাক্ষে
ভীড় করেছে নিশুতি রাত,
আর টলমলে তালপুকুর থেকে
ভেসে আসছে মুমুর্ষু জলের ঘ্রাণ,
ফুরিয়ে যাবার আগেই মেয়াদটা জেনে নেব আমি
ভালোবাসার।