রাতভর অবিশ্রান্ত বৃষ্টি আর
সাথে মনটাও ভীষণ খারাপ।
তাহলে এই নিষুতি মন খারাপ
কি বিনিদ্র বাদলধারার উৎসাহে?
এই ক্ষুদ্র আকাশকে তাচ্ছিল্য করে
যদি নক্ষত্র নগরীর দেখাও মিলতো,
তবুও কি মনটা খারাপ হতো না?
যদি ভাঙা শরীর কিরণে মেঘমালার
পাহাড় যাত্রার সাক্ষী হতাম,
তবুও কি মনটা বিষন্ন হতো না?
তবুও হয়তো কিছু একটা ভেবে
মনটা কিঞ্চিৎ অবাধ্য হতো।
কিছু মানুষ আসলে বেদনার তরে নেশাগ্রস্ত।
এরা কষ্টের নেশায় আপন মনে শূন্যতা খুঁজে বেড়ায়।