যখনি পড়ে মনে তোমার স্মৃতি
সান্ত্বনার ছলে ফের ভালোবাসায় মাতি
বলেছিলে স্বপ্নচারিনী রাতের পর ফিরবে দিন
তুমিহীনা বোধহয় দিন সন্ধ্যার আলো ন্যায় ক্ষীণ
কালের আড়ালে পাবো আরো এক নারীর মন
হতে পারে সুন্দরতম তার দেহের গড়ন
তারে দেবো আমি কোন ভালোবাসা
তোমার দ্বারেই যে প্রেম শিখে আসা
দেখেছিলাম মোরা যে ভবিষ্যতের স্বপন
সেই ভবিষ্যতই মোদের নাম দিলো প্রাক্তন
কল্পনার সীমারেখায় বাকি কিছু নাইকো
অন্যের বউ নিয়ে কল্পনা মানে চরিত্রের কলংক
আচ্ছা তুমি কি আজও আঁকো অতীতের চিত্র?
আনমনে কি পাঠাও আমায় প্রাক্তনের পত্র?