এ জীবন প্রকৃতির মতো সুন্দর হোক
হিমালয়ের পিছনে উঁকি দিক সূর্যালোক
চক্ষু মেললেই পর পর নিথর পাহাড়
ঊর্মিমালা ব্যস্ত থাকুক সমুদ্র পার
সড়িষা ক্ষেতের উপসংহারে সূর্য অস্তগামী
যেমন চাই তেমন পাই বসন্ত অন্তর্যামী
পৌষের ভোরে মেঠো পথে খেজুর গাছের সারি
নিশিভোর পর জমে থাকে রস হাড়ি হাড়ি
চৈত্রের দিনে আনমনে চষী অনাহারে মনমরা
কল্পনায় তার অঝোর বর্ষা দূর হবে কি খরা
বর্ষার দিনে অভিমানী মন অহেতুক কষ্ট পায়
হাজারো স্বপ্নে চিত্ত মগন অবিরাম বৃষ্টি ধারায়
শরতের আকাশ মেঘে মেঘে উচ্ছ্বাস
অস্তিত্বে মিশে থাকুক অজস্র মাস