কবিতা.. বারবার দেখা যায় তার রঙ্গিন মুখের ছবিটা।
নেই তার নির্দিষ্ট রং নির্দিষ্ট কোনো শব্দ
তবুও সে মন্দ লোকদের করে অনেক জব্দ।
মাঝে সাঝে সে সাজে রনক্ষেত্রর হুংকারে
কখনো বা দেখা যায় তলোয়ারের ঝংকারে।
কখনো আবার দেখা যায় তাকে বিদ্রহী কবি নজরুল
কখনো বা বাংলার বাঘ খান ভাসানি, ফজলুল।
কখনো বা রবি ঠাকুর কিংবা মানিক বন্দো,
তাদের মাঝে বেচেঁ আছে নিয়ে হাজার ছন্দ।
কখনো তুমি বন্দে আলীর ময়নামতির চর,
কখনো আবার ইশ্বর চন্দ্রের প্রবোধ প্রভাকর।
কখনো তুমি সেজে ছিলে আলাউদ্দিনের বেশে,
কখনো আবার ধরা দিতে কায়কোবাদকে এসে।
কখনো তুমি ভাষা শহিদ জব্বার, বরকত, শফিক
কখনো আবার একাত্তরের কত মায়ের রফিক।
কখনো তুমি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ
কখনো আবার শহিদ জিয়ার ধানের শিষের বেশ।
কখনো তুমি আধুনিক বাংলার জননী শেখ হাসিনার মুখে..,
কখনো আবার বেগম জিয়ার অনন্ত সুখে দুঃখে।
কখনো তুমি এশিয়ার সেরা রোমান সানার বুকে
কখনো আবার ভারত্তলনে মারিয়ার দু চোখে।
কখনো বা ইংলিশ চ্যানেলে তুমি ব্রজেন দাশ
কখনো আবার শ্রেষ্ঠ বাঙ্গালি নড়াইলের মাশ.. ।