শীত এলো কলইফুল আর শিশির ভেজা ঘাস নিয়ে,
শীত এলো পূব দিগন্তে আবছা আলোর আভাস নিয়ে।
শীত এলো আমের মূকুল কাঠাল পাতার ঘ্রান নিয়ে,
শীত এলো লেপ কাথা আর কম্বলের প্রান নিয়ে।
শীত এলো পূকুর জলে পাতি হাসের দল নিয়ে,
শীত এলো কলমিলতা সাদা বগের পাল নিয়ে ।
শীত এলো নয়া ধান আর ভাপা পিঠার ঘ্রান নিয়ে,
শীত এলো খেজুর রস আর ভিজা পিঠার স্বাদ নিয়ে,
শীত এলো লুকিয়ে লুকিয়ে শিম খাওয়ার কত রকম ফাদ নিয়ে ।