আমি তোমার শীতের সকালে
কুয়াশা সিক্ত চাদর,
ভালোবাসায় জড়িয়ে তোমায়
দেব উষ্ণ আদর।
ভোরের পবিএ শিশির হয়ে
তোমার গা ধোয়াব,
দূর্বা ঘাসের গয়না হয়ে
তোমার অঙ্গে জড়াব।
তোমার চলার পথে সঙ্গী হতে
হব কুয়াশার ধোয়া,
প্রথম রোদ্দুরের ছায়া হয়ে
নেব তোমার ছোয়া।