অন্ধকার রাত অলংকৃত হতো চাঁদের রূপালী আলো নিয়ে।
অমাবস্যার দিনে জ্যোৎস্না হীনে,
কলঙ্ক পোশাক পরিয়ে দেয় কলানিধির গায়ে।
চাঁদের সাথে রাতের যুদ্ধ
চাঁদই হলো শ্বাসরুদ্ধ!