রংকানা এক পৃথিবীর চোখে
প্রেমের রংধনু এঁকে;
বৃন্তচ্যুত হয়েছে তোমার বাসন্তী ভাবনা!
অনুভূতি নীল হয়েছে, অক্টোপাসের রক্তসম ।


বিদায়ী বসন্তের অন্তিম ডাকে
জেগে উঠা বিবর্ণ আবেদন, আঁচলে বেঁধে,
তোমার তুমি কি
পালিয়ে যাবে চেনা গ্রহের বাইরে ?
তাই কি তুমি বসে আছো ?
অপূর্ণ স্বপ্নের অচেনা এক টার্মিনালে ?