বৃক্ষ বিনে এক বনে
ফোটা এক ফুল,
এক মালী ব্যতীত জানে না তার কুল !

জল ছাড়া এক নদে
ভাসে এক নাও,
এক মাঝি ছাড়া আর কেউ নাহি বাও !

চাঁদ বাদে এক রাতে
নেমে আসা আলো,
একের লোচন বিনে অন্য চোখে কালো !

দেহহীন একজন
দেহ গড়ে যান,
সেজন না চাইলে দেহে আসে না প্রাণ !