একটি রূপের মানুষ আমি
বহু রূপে সাজছ জানি।
আমার কথা সরল সোজা
তোমার কথা জটিল বোঝা।
আমি বানাই ঘরের খুঁটি
তুমি ভাঙ্গ দুয়ার দুটি।
আমি যাদের করি সুখী
তুমি তাদের করো দুখী।
আমি যখন ছাড়তে বলি
তুমি যাও মারতে চলি।
আমি গেলে উত্তর দিকে
তুমি চলো দক্ষিন দিকে।
বৈপরীত্য বাড়ছে বলে
বন্ধুত্ব আজ রসাতলে!